মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অটোমান সুলতান মুহাম্মদ ফাতেহের কনস্টান্টিনোপল জয়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১০, ২৯ মে ২০২৫

অটোমান সুলতান মুহাম্মদ ফাতেহের কনস্টান্টিনোপল জয়

প্রতীকী ছবি

২৯ মে—ইতিহাসের পাতায় এই দিনটি চিরস্মরণীয়। এই দিনেই ১৪৫৩ সালে অটোমান সম্রাট সুলতান মুহাম্মদ ফাতেহের নেতৃত্বে কনস্টান্টিনোপলের পতনের মাধ্যমে শেষ হয় প্রাচীন রোমান সাম্রাজ্যের দুই সহস্রাব্দব্যাপী শাসন।

বিশ্ব ইতিহাসে এটি একটি যুগান্তকারী মোড়, যা ইউরোপ ও এশিয়ার রাজনীতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ভারসাম্যে এক বিশাল পরিবর্তন আনে। আবার এই একই দিনে, ১৯৪৮ সালে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের সূচনা ঘটে, যা আজও বিশ্বের নানা প্রান্তে মানবতার পক্ষে লড়ে চলেছে। তাই ২৯ মে শুধু একটি তারিখ নয়, বরং এটি ইতিহাস, বিজয় এবং বিশ্ব শান্তির এক অনন্য প্রতীক।

১৪৫৩: অটোমান সুলতান মুহাম্মদ ফাতেহের নেতৃত্বে কনস্টান্টিনোপল দখল হয়, যার ফলে ২,০০০ বছরের রোমান সাম্রাজ্যের অবসান ঘটে এবং শহরটি ইস্তানবুল নামে পরিচিত হয়।

১৯৫৩: এডমন্ড হিলারি (নিউজিল্যান্ড) এবং তেনজিং নোরগে (নেপাল) প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেন।  

১৯৯৯: স্পেস শাটল ডিসকভারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে প্রথমবারের মতো সংযুক্ত হয়, যা মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

১৯৮৮: মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মস্কোতে ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে মিলিত হন, যা ঠান্ডা যুদ্ধের সময়কার একটি গুরুত্বপূর্ণ ঘটনা।  

আজকের বিশেষ দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস: এই দিনটি জাতিসংঘ শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও আত্মত্যাগকে সম্মান জানাতে পালিত হয়। ১৯৪৮ সালের এই দিনে প্রথম শান্তিরক্ষা মিশন শুরু হয়েছিল।

বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস: এই দিবসটি পরিপাক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পালিত হয়, যা সুষম খাদ্যাভ্যাস ও হজম প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে।

কিরগিজস্তানের সশস্ত্র বাহিনী দিবস: ১৯৯২ সালের এই দিনে কিরগিজস্তান তাদের সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা করে। এই উপলক্ষে দেশটিতে সামরিক কুচকাওয়াজ ও অন্যান্য আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।