
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল আযহা উপলক্ষে ২৬টি স্থানে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তাব দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ইতিমধ্যে এসকল হাটের ইজারার জন্য আনুষ্ঠানিকতা শুরু করেছে নাসিক।
বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম।
ইতিমধ্যে এসকল হাটের খসড়া তালিকা তৈরি করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান নাসিকের এই কর্মকর্তা। জেলা প্রশাসনে বিষয়টি নিষ্পত্তির পর হাটের জন্য ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
এর আগে গতবছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মোট ১৫টি হাট বসেছিল। এবছর হাটের সংখ্যা বেড়ে ২৬টি স্থানে পশুর হাট বসবে।