মঙ্গলবার, ০৬ মে ২০২৫

|

বৈশাখ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযান, জরিমানা ২০ হাজার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৬, ৬ মে ২০২৫

নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযান, জরিমানা ২০ হাজার 

মোবাইল কোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার মাসদাইরস্থ কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ই মে) সকালে অনুষ্ঠিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী জব্দ করা হয়।  

জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর অধীনে সরকারি অনুমতি ছাড়া জায়গায় অনুপ্রবেশ ও নির্মাণসামগ্রী রাখার অভিযোগে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া, দখলকৃত জায়গা থেকে ইট, বালু ও পাথর অপসারণের জন্য বিকালের মধ্যে নির্দেশ দেওয়া হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া ইট ও বালু জব্দ করা হয়েছে।  

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি জমি অবৈধ দখল ও বেদখলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। আজকের অভিযানের মাধ্যমে অবৈধ দখল রোধ ও সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর বার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।