শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আগামীকাল নারায়ণগঞ্জে যেসকল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২৯, ২৮ মে ২০২৫

আগামীকাল নারায়ণগঞ্জে যেসকল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রতীকী ছবি

আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এজন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার ও পাগলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়টিতে সকল শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এছাড়াও এসময় আশপাশ এলাকায় আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।