বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বর্ধিত বিদ্যুৎ বিল না আসার ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৫, ২৭ মে ২০২৫

বর্ধিত বিদ্যুৎ বিল না আসার ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে: মাসুম বিল্লাহ

মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন গত মার্চ ও এপ্রিল মাসে সকল গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি এসেছে বলে অভিযোগ করেছেন। এসব ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। খোঁজ নিলে দেখা যাবে অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে যেখানে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল ফাঁকি দিচ্ছে। সেগুলো যথাযথভাবে তদন্ত সাপেক্ষে সংযোগ বিচ্ছিন্ন বা বিলের আওতায় আনলে বিদ্যুৎ খাত লাভবান হবে।

আজ মঙ্গলবার বাদ মাগরিব নগর কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, বামুক সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব রহিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, ঈদুল আযহা উপলক্ষে শহরে গরুর হাট বসবে। সেখানে কোন দুষ্কৃতিকারী, চাঁদাবাজ যেন কাউকে হয়রানি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার জন্য আহবান জানান।