বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নতুন আসন হচ্ছে, যেসব ইউনিয়ন যুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:১০, ২৬ মে ২০২৫

নারায়ণগঞ্জে নতুন আসন হচ্ছে, যেসব ইউনিয়ন যুক্ত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ও সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ-৬ আসন। নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-৩ আসনের আকার ও জনসংখ্যা বিবেচনায় নিয়ে নতুন একটি সংসদীয় আসনের দাবী জানানো হয়েছে। নির্বাচন কমিশনও বিষয়টি নিয়ে ভাবছে বলে জানা গেছে। 

জানা গেছে, নারায়ণগঞ্জের কাঁচপুর, সাদিপুর, জামপুর, ভুলতা, গোলাকান্দাইল, দুপ্তারা ও ব্রাহ্মন্দী ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জের নতুন সংসদীয় আসন গঠনের বিষয়টি আলোচনায় এসেছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এ আসনের ব্যাপারে আলোচনা উঠেছে। স্থানীয়রা জানান, রূপগঞ্জ ও সোনারগাঁ দুটি আসনই ভৌগলিক দিক দিয়ে আকারে বড়। একসময় গ্রাম এলাকা থাকলেও বর্তমানে নতুন করে এই এলাকাগুলোতে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠছে। এসকল এলাকার জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এসকল এলাকার জনগণের সুবিধার কথা মাথায় রেখে নতুন করে আসন বিন্যাসের দাবী তুলেছেন এই এলাকার বাসিন্দারা।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের আসনগুলোর নতুন করে সীমানা নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও সংস্কার প্রস্তাবে আসন সংখ্যা বৃদ্ধির দাবীও জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। সেই সাথে স্থানীয় জনগোষ্ঠীর দাবীর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে নির্বাচন কমিশন।