
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সাত থানায় দায়ের করা আরও ১১১টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক মামলা বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিগত সরকারের আমলে বিএনপিসহ বিরোধীদল ও মতকে চাপে রাখতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। এসকল মামলার বেশিরভাগই গায়েবি ঘটনার উপর ভিত্তি করে দায়ের করা হয়েছিল। এসকল গায়েবি মামলার আসামিদের প্রায় ৮০ শতাংশই ছিলেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন যাবৎ এসকল মামলায় মাসের পর মাস কোর্টে হয়রানির শিকার হয়েছেন তারা। অনেক সময় এসকল মামলায় জেলও খাটতে হয়েছে তাদের। মামলাগুলো বাতিলের পর আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এর আগে গত ১১ মার্চ নারায়ণগঞ্জে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা আরও ২৮৯ টি মামলা প্রত্যাহার করা হয়েছিল।