বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে থানাভিত্তিক মাঠ চাইলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১১, ২৭ মে ২০২৫

নারায়ণগঞ্জে থানাভিত্তিক মাঠ চাইলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের প্রতিটি থানায় খেলার মাঠ নির্মাণ এবং সরকারি-বেসরকারি উদ্যোগে নিয়মিত খেলাধুলার আয়োজন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

সোমবার (২৬ মে) জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্দেশে দেওয়া এক লিখিত চিঠিতে তিনি এই দাবি জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। রাজধানীর নিকটবর্তী হওয়ায় এখানে দেশের প্রায় সব জেলার মানুষের বসবাস রয়েছে এবং দিন দিন জনবসতি বাড়ছে। অথচ এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। এতে করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম মাঠের অভাবে খেলাধুলা বিমুখ হয়ে পড়ছে।

চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মাঠ ও খেলাধুলা থেকে দূরে থাকার ফলে অনেক তরুণ মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যা ভবিষ্যতের জন্য এক গভীর উদ্বেগের বিষয়।

তিনি উল্লেখ করেন, আগামী প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষা করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রতিটি থানা এলাকায় অন্তত একটি বা একাধিক খেলার মাঠ প্রয়োজন। সেই সঙ্গে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের সমন্বয়ে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা নিশ্চিত করা দরকার বলে তিনি মনে করেন।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

চিঠিটির অনুলিপি নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সদর, বন্দর, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।