বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াতের উদ্যােগে নাসিক প্রশাসকের হাতে চব্বিশের শহীদদের স্মরণে স্মারক বই উপহার  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৪, ২৭ মে ২০২৫

জামায়াতের উদ্যােগে নাসিক প্রশাসকের হাতে চব্বিশের শহীদদের স্মরণে স্মারক বই উপহার  

স্মারক বই উপহার

নারায়ণগঞ্জ  মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যােগে ২৭ মে মঙলবার সকালে নাসিক প্রশাসক এ এইচ এম কামরুজামানের হাতে  চব্বিশের আন্দোলনে সারা বাংলাদেশে শহিদের তালিকা প্রকাশ করে স্মারক বইটি উপহার প্রদান করা হয়েছে।

ছাত্র জনতার আন্দোলনে শহিদদের তালিকা প্রকাশ করা স্মারক বইটি প্রদান কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।  এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড.শাখাওয়াত হোসেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দরা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে সমস্যার অন্ত নেই। পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, ওয়াসা,সহ পুরো শহর জ্যামের নগরীতে পরিণত হয়েছে। এখান থেকে উত্তোলন ও সমাধান নিয়ে সাক্ষাৎ শেষে আশ্বস্ত করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক।