শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রধান অতিথি ও সভাপতি ছাড়াই বন্দরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৩

প্রধান অতিথি ও সভাপতি ছাড়াই বন্দরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ওপেন হাউজ ডে

প্রধান অতিথি ও সভাপতি ছাড়াই বন্দর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে সভা সম্পর্ন  হয়েছে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেল ৪টায় বন্দর থানা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল শেখ বিল্লাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি কাজে ব্যাস্ত থাকার কারনে তিনি ওপেন হাউজ ডে সভায় উপস্থিত থাকতে পারেনি। অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে সভায় এ বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্ব করার কথা থাকলেও তার নিকটতম আত্মীয় মৃত্যু বরণ করার কারনে তিনি ওপেন হাউজ ডে সভায় সভাপতিত্ব করতে পারেনি। 

বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটুয়ারী সঞ্চালনায় ওপেন হাউজ ডে সভায়  বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, সাধারন জনগন দ্রুত সেবা পাওয়ার জন্য জরুরী ৯৯৯ সার্ভিস চালু করেছে। ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনাস্থলের কথা বললে পুলিশ সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থল এসে সেবা প্রদান করবে। জনগনের সুরক্ষার জন্য জনপ্রতিনিধিদের দায়িত্ব রয়েছে। মাদক দমনে জনপ্রতিনিধিদের পাশাপাশি সচেতন মহলের সহযোগিতা চাই। আপনারা মাদক ব্যবসায়ীদের তালিকা দেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব। ওপেন হাউজ ডে সভায় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ মঞ্জুর আলম, সোনাকান্দা এলাকার কৃতি ফুটবলার শরফতউল্ল্যাহ, ২৬ নং ওয়ার্ডের সমাজ সেবক নজরুল ইসলামসহ নারায়নগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ।