
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানার গণধর্ষণ মামলার আসামি আরমানকে (২০) সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব ১১।
মঙ্গলবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া। আরমান বন্দরের কুড়িপাড়ার মৃত আকবর আলীর ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানাযায় যে, আরমান বন্দর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। ঘটনার পর হতেসে গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল।
৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।