সাইনবোর্ডে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও ছাত্র-জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সাইনবোর্ড মোড়ে পূর্বঘোষিত সড়ক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নেয় সংগঠনটি।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলছি।

