ফাইল ছবি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও ৩ সন্দেহভাজনকে আটক করেছে র্যাব।
রোববার রাতে এক বার্তায় র্যাবের মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই ও ইলেকট্রনিক ডিভাইসসহ ৩ সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।'
র্যাব জানিয়েছে, আটককৃতরা হলেন ফয়সালের স্ত্রী সামিয়া, তার বন্ধু মনিকা ও তার শ্যালক শিপু।
র্যাব কর্মকর্তা জানান, ওসমান হাদিকে গুলি করার আগে ও পরে ফয়সাল এই ৩ জনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
তিনি আরও বলেন, ঘটনার আগের রাতে ফয়সাল তার স্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জে ছিলেন এবং ভোরে ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকায় এসে তিনি তার বন্ধু মনিকার বাসায় যান।
এদিকে, হাদিকে গুলির ঘটনায় সাভার থেকে আরও দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এছাড়া, শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে আটক করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
সূত্র: দ্যা ডেইলি স্টার

