রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে হত্যা মামলা আসামী জামিনে এসে বাদির ছেলেকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে হত্যা মামলা আসামী জামিনে এসে বাদির ছেলেকে কুপিয়ে জখম

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হত্যা মামলার আসামী জামিনে এসে বাদির ছেলে সজিব মিয়াকে কুপিয়ে জখম করেছে  বলে অভিযোগ উঠেছে। 

রোববার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় ওই ছেলেকে কুপিয়ে জখম করে। আহত সজিব মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতের মা সেতেরা বেগম বাদি হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমানের মেয়ে হুমায়রা আক্তার ২০২২ সালের ২৬ জুলাই বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে ২৮ জুলাই নদীর পাশে ঝোপে বালু চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় পার্শ্ববর্তী চেঙ্গাকান্দি গ্রামের শুক্কুর আলী, ছেলে সেলিম ওরফে উদয়, মো. জিহাদ ও স্ত্রী সেলিনা বেগমকে আসামী করে নিহতের মা সেতেরা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাস শেষে ১১ ডিসেম্বর জামিনে বের হয়ে আসে শুক্কুর আলীর ছেলে সেলিম মিয়া ওরফে উদয়। জামিনে আসার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বাদির পরিবারকে হুমকি দিয়ে আসছে। গতকাল রোববার বাদি সেতেরা বেগমের ছেলে চাকুরির সুবাদে একই ইউনিয়নের ইসলামপুর এলাকায় গেলে আগে থেকে উৎ পেতে থাকা সেলিম মিয়ার নেতৃত্বে জিহাদ, শুক্কুর আলী, সেলিনা বেগম দেশীয় অস্ত্র দা, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে বাদির ছেলে সজিব মিয়াকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত সজিব মিয়াকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

অভিযুক্ত সেলিম ওরফে উদয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্তের বাবাকে ফোন করা হলে তিনি এ ব্যাক্তি নন বলে দাবি করেন।  

সোনারগাঁ থানার ওসি মো.মহিবুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।