সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৭, ২৯ ডিসেম্বর ২০২৫

না.গঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন যারা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি, খেলাফত মজলিসসহ পাঁচ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং অফিসার রায়হান কবিরের কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী আমজাদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী বাহাদুর শাহ ও স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন অফিসার মোঃ রাকিবুজ্জামান রেনু জানান, আজ নারায়ণগঞ্জ-৫ আসনের পাঁচ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীর ও তাদের সমর্থকেরা আসছেন ও মনোনয়ন জমা দিচ্ছেন।