ফাইল ছবি
নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির দলীয় প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় একাধিক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক এ ব্যাপারে কোন ঘোষণা দেয়া হয়নি।
বিষয়টি নিশ্চিত করে সাখাওয়াত বলেন, আমি ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে। আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে মনোনীত করার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সমর্থকদের উপর যারা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি নারায়ণগঞ্জ-৫ আসনের সকল জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করতে চাই আপনাদের স্বপ্ন বাস্তবায়নে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামীর নারায়ণগঞ্জ ও বন্দর গড়তে আপনারা আমার পাশে থাকবেন।

