রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১০, ২৮ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আজহারুল ইসলাম মান্নান মনোনয়ন পত্র দাখিল করছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

রোববার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারী রিটার্নীং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। 

মনোনয়ন পত্র দাখিলের সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব মো. মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল, নারায়ণগঞ্জ মহানগর  ছাত্র দলের সাবেক সভাপতি সাগর মিয়া প্রমুখ।