ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ লিমিটেড নামক একটি গার্মেন্টসের ৭০ জন শ্রমিককে আর্থিক সুবিধা না দিয়ে ছাঁটাই করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। মঙ্গলবার ( ১৮ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা সকাল ১০টা ১০ মিনিট থেকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে দুপুর ১০ টা ৫০ মিনিটের সময় রাস্তা থেকে সরিয়ে দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, শ্রমিকরা ৪০ মিনিট রাস্তা অবরোধ করে রেখেছিল। শ্রমিকদেরকে বুঝিয়ে আমরা রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। সমাধানের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা চলছে।

