ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের শীর্ষ নেতাদের ব্যর্থতার পর এবার জেলা যুবদলের ইউনিট কমিটি গঠনে কাজ শুরু করেছেন কেন্দ্রীয় যুবদল। ইতিমধ্যে আড়াইহাজার পৌরসভা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন দেন।
এসময় আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। নবগঠিত কমিটির সভাপতি পদে আছেন শফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ বাবু।
এর আগে ২০২৩ সালে সাদেকুর রহমান সাদেককে আহ্বায়ক ও মশিউর রহমান রনিকে সদস্য সচিব করে জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটি গঠনরে পর থেকেই ইউনিট কমিটি গঠনে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হলেও জেলার শীর্ষ দুই নেতার বিরোধের কারণে কমিটি গঠনে বারবার ব্যর্থ হয় জেলা যুবদল। কমিটি গঠনে যুবদল শীর্ষ নেতারা আল্টিমেটাম দিলেও তাতে টনক নড়েনি সাদেক রনির।

