এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান দিপু ভূঁইয়া
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এসময় খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে শেষ বারের মত নেত্রীকে নয়াপল্টনে দেখতে না পারার আক্ষেপের কথা জানান দিপু।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া।
এর আগে পাঁচ আগষ্টের পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে যান দিপু ভূঁইয়া। তিনি তখন অনেকটাই সুস্থ। দিব্যি সকলের সাথে কথা বলছিলেন তিনি।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সেদিন দিপু ভূঁইয়া বলেছিলেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনি তারাতারি সুস্থ হয়ে উঠুন। আপনাকে নিয়ে আমরা নয়াপল্টনে যেতে চাই। আমরা সেটার অপেক্ষায় আছি। আপনি ইনশাআল্লাহ অতি শিগ্রই যাবেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর শোক প্রকাশ করতে গিয়ে দিপু ভূঁইয়া বলেন, দুঃখিত ম্যাডাম। আমি আপনাকে নিয়ে আর পল্টন ময়দানে যেতে পারলাম না।

