শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দুই দল থেকে মনোনয়ন পেলেন সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১১, ২৭ ডিসেম্বর ২০২৫

দুই দল থেকে মনোনয়ন পেলেন সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) জিএম কাদের নেতৃত্বাধীন অংশ ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দেশের আট বিভাগের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নাম অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে, গত ২৩ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থিতা ঘোষণার সংবাদ সম্মেলনেও একই আসনে লিয়াকত হোসেন খোকার নাম ঘোষণা করা হয়েছিল। ফলে তিনি এবার দুটি রাজনৈতিক জোট/দল থেকে মনোনয়ন পাওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, অনেক আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে সময় লেগেছে। যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫—এই দুই আসন থেকে প্রার্থী হয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা লালমনিরহাট-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

এদিকে জাপার ঘোষিত তালিকায় থাকা অন্তত চারজন প্রার্থীর নাম আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থেকেও ঘোষণা করা হয়েছে। তারা হলেন—পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম-১), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩) এবং জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া-২)।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফখরুল ইমাম। তিনি শুক্রবারের জাপার সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। গত নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।