ফাইল ছবি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পৃথক অভিযানে মোট ১৫ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় পরিচালিত সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা ও আড়াইহাজার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করে।
সদর মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন আব্দুর নূর ভূইয়া (৩৪), হাজী মো. হুমায়ুন ওরফে মুরাদ (৫৬) এবং মো. ইমরান (৩৮)। ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে আব্দুস সালাম খন্দকার সেলিম (৪৮), মিজানুর রহমান মিজান (৬০) ও মো. তাহের আলী (৫৪)।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মো. আমির হোসেন (৪৫) এবং মো. মোক্তার হোসেনকে গ্রেফতার করে। বন্দর থানা পুলিশ গ্রেফতার করে মো. নাজমুল (২৫) ও মো. শাওন (২৮)। রূপগঞ্জ থানা পুলিশ বাপ্পী সিকদার (২১) নামের এক যুবককে আটক করে।
আড়াইহাজার থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন মো. শফিকুল ইসলাম, জাকারিয়া জাকির (৪৫), মো. তৈয়বুর রহমান (৩৭) এবং মো. জালাল হোসেন (৩৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১৫ জনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে সাতটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে মোট ৩২১টি যানবাহন ও ৩৯১টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অপরাধে ১৭টি প্রসিকিউশন দেওয়া হয় এবং ২৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

