সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষার্থীদের শহিদ ওসমান হাদির আদর্শ অনুসরণের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৯, ২৯ ডিসেম্বর ২০২৫

শিক্ষার্থীদের শহিদ ওসমান হাদির আদর্শ অনুসরণের আহ্বান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকায় অবস্থিত শহিদ তিতুমীর একাডেমি-র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "শহিদ তিতুমীর ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। আজ তোমাদের সেই সাহস বুকে ধারণ করতে হবে।"

​শিক্ষার্থীদের 'শহিদ ওসমান হাদি'-র আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "বর্তমান যুগে আমাদের জ্ঞান-বিজ্ঞান এবং তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। কম্পিউটারসহ আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে।" অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি জাতিকে রক্ষা করতে হলে আগে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আর শিক্ষকরা যদি আন্তরিকতার সাথে পাঠদান করেন, তবেই একটি প্রতিষ্ঠানের মান বৃদ্ধি পায়।"

​শহিদ তিতুমীর একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসহাক খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সহকারী শিক্ষক আব্দুর রহমান পলাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন এবং শিক্ষিকা মাবিয়া সিদ্দিকা।

​এছাড়াও দিকনির্দেশনামূলক আলোচনা করেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর দেওয়ান এবং অ্যাডভোকেট মোঃ রাসেল প্রধান।

​আলোচনা সভা শেষে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। একাডেমীর দীর্ঘদিনের দপ্তরী মরহুম মো নাসির উদ্দিনসহ সকলের রুহের মাগফিরাত এবং আগামী দিনে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে শিক্ষক আব্দুর রহমানের দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।