
অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তীরোধান উৎসব উপলক্ষ্যে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশ্রমের আশপাশের এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইব্রাহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম ধীরেধান উৎসব আগামী শনিবার থেকে শুরু হবে। তীরোধান উৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাংলাদেশ, ভারত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। ভক্তদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে আশ্রমের আশপাশের অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।
সোনারগাঁ উপজেলা কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম বলেন, হিন্দু সম্প্রদায়ের আত্মাধ্যিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আগত ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর পাশাপাশি যত্রযত্র কোন প্রকার দোকান-পাট বসতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ দোকানপাট বসালে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।