সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সদর ও বন্দর উপজেলায় কারা পাচ্ছেন সমর্থন জানা যাবে আজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৯, ২৯ মার্চ ২০২৪

সদর ও বন্দর উপজেলায় কারা পাচ্ছেন সমর্থন জানা যাবে আজ

ফাইল ছবি

আগামী ৮মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। দীর্ঘ প্রায় ১৫ বছরের অধিক সময় পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন। তাই এই নির্বাচনকে বাড়তি উদ্দীপনা রয়েছে আওয়ামী লীগ নেতাদের মাঝে। 

অপরদিকে বন্দর উপজেলা নির্বাচনে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারনায় সরগরম বন্দর এলাকা। ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। তবে দুটি উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য যাদেরকে সমর্থন দিবেন চুড়ান্ত লড়াইয়ে তারাই টিকে থাকবেন বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এমনকি বিজয়ের মালা সমর্থন পাওয়া সেই প্রার্থীর গলাতেই উঠবে বলে মনে করছেন তৃনমূলের নেতাকর্মীরা। তাই সকলেই তাকিয়ে আছেন ওসমান ভ্রাতৃদ্বয়ের দিকে। কাদের মাথায় উপর উঠতে যাচ্ছে তাদের দুই ভাইয়ের হাত। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

জানা গেছে, শনিবার ৩০ মার্চ বন্দর এবং সদর এলাকায় পৃথক দুটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখান থেকে আসন্ন উপজেলা নির্বাচন থেকে তাদের সমর্থিত প্রার্থীর ইঙ্গিত দেওয়া হতে পারে। শনিবার বিকেল ৩টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ মাঠে একটি সভার আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। ওই সভা থেকে তিনি আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থীকে সমর্থন দিতে যাচ্ছেন সেটি স্পষ্ট করবেন। তবে তাঁর সমর্থন যে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এম.এ রশিদের দিকেই যাচ্ছে তা ইতোমধ্যে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। কারন তাঁর হস্তক্ষেপেই বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য তিনজন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সহ সভাপতি এম.এ গাজী সালাম ও কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান নির্বাচন থেকে সরে গিয়ে এম.এ রশিদকে সমর্থন দিয়ে তার নির্বাচনী প্রচারনায় নেমে পড়েছেন। তাই ধারনা করা যাচ্ছে শনিবারের সভা থেকে এমপি সেলিম ওসমান চেয়ারম্যান পদে এম.এ রশিদের প্রতিই নিজের সমর্থনের কথা জানান দিতে যাচ্ছেন।

এম.এ রশিদ ছাড়াও বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এখনো মাঠে রয়েছে, বন্দর উপজেলার দুইবারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন।

অপরদিকে একই দিন ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ধিত সভার আহবান করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের ওই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ওই বর্ধিত সভায় থানা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা, সহ সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন একেএম শামীম ওসমান। তৃণমূলের নেতাকর্মীদের ধারনা এই বর্ধিত সভা থেকেই আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় ভাবে কাকে সমর্থন দেওয়া হবে সে বিষয়ে ইঙ্গিত দিতে পারেন তিনি।

বন্দর উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের মত সদর উপজেলা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তেমন আলোচনা দেখা যায়নি। অনেকেই নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক হলেও সবাই তাকিয়ে আছেন তাদের নেতা একেএম শামীম ওসমানের দিকে। মূলত একেএম শামীম ওসমান যার প্রতিই ইঙ্গিত দিবেন তিনি হয়তো সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থেকে যাবেন। ইতোমধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচন করতে ইচ্ছুক এমন তিনজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু  ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম চেঙ্গিস।