ফাইল ছবি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুর এলাকায় জামি'আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মাঠে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কোরআন বিতরণ, খতম ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি'র সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, এস. আলম রাজীব, হাবিবুর রহমান লিটন, এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ।
দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

