বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা আসনে হট ফেভারিট কিং মেকার মাঠে নামছেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৬, ২৫ নভেম্বর ২০২৫

ফতুল্লা আসনে হট ফেভারিট কিং মেকার মাঠে নামছেন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে আসন্ন নির্বাচনে মাঠে নামছেন কিং মেকার খ্যাত মোহাম্মদ আলী। কোন দল থেকে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন বলে নিশ্চিত করেছেন তার নেতাকর্মীরা।

মোহাম্মদ আলীর নির্বাচনী মাঠে নামার ঘোষণায় নির্বাচনী রাজনীতির সমীকরণ বদলে গেছে। আসনটি জোট শরীকদের ছেড়ে দিতে পারে বিএনপি, এমন গুঞ্জনে তাকে নিয়ে নতুন ভাবে ভাবতে শুরু করেছে ফতুল্লাবাসী। 

দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন মোহাম্মদ আলী। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন তিনি। ফতুল্লা এলাকার স্থানীয় বাসিন্দা তিনি। দলমত নির্বিশেষে সব সময় সকলের পাশে ছিলেন তিনি। এছাড়াও ফতুল্লার অবকাঠামোগত উন্নয়নেও তিনি জোরালো ভূমিকা রেখেছেন সবসময়। 

২০০১ সালের নির্বাচনে এই মোহাম্মদ আলীই গিয়াসউদ্দিনকে বিএনপির প্রার্থী করতে জোরালো ভূমিকা রেখেছিলেন। সেই নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপুল ভোটে জয়লাভ করে বিএনপি। নারায়ণগঞ্জের রাজনীতিতে সবসময়ই নেপথ্যের নায়ক হিসেবে ভূমিকা রেখেছেন তিনি। সেকারণেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে কিং মেকার হিসেবে পরিচিত তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নামার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় এসেছেন তিনি। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন জোট শরীককে ছেড়ে দিতে পারে বিএনপি। নতুন নিয়মের কারণে এখন জোট হলেও নিজ প্রতীকেই ভোট করতে হবে। সেই হিসেবে জোট ছাড় পেলেও তাদের নিজ দলীয় প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে। এছাড়াও জোট নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে অসন্তোষ রয়েছে। 

এদিকে ফতুল্লা অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মাঝে মোহাম্মদ আলীর গ্রহনযোগ্যতা রয়েছে। মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হলে এ আসনে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। 

এছাড়াও ফতুল্লার স্থানীয় বাসিন্দা হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও মোহাম্মদ আলীর পরিচিতি ও গ্রহনযোগ্যতা রয়েছে। ফতুল্লা, বক্তাবলী ও কাশিপুর ইউনিয়নের বেশিরভাগ মানুষের সাথেই কোন না কোন ভাবে পারিবারিক সম্পর্ক রয়েছে তার। ফলে নির্বাচনী মাঠে নামলে তিনি ব্যাপক সাড়া পাবেন বলে ধারণা করা হচ্ছে। 

সব মিলিয়ে মোহাম্মদ আলীর নির্বাচন করার ঘোষণায় নারায়ণগঞ্জজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সাধারণ ভোটারদের মাঝেও মোহাম্মদ আলীকে নিয়ে ব্যাপক কৌতুহল দেখা গেছে।