সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে হাড়িধোয়া নদীর পাড় থেকে লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৯, ৮ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে হাড়িধোয়া নদীর পাড় থেকে লাশ উদ্ধার

প্রতীকী ছবি

​নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর শাখা হাড়িধোয়া নদীর পাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নদীর পাড়ে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

​উদ্ধারকৃতের নাম মোহাম্মদ আনারুল (২৬)। তিনি আড়াইহাজার উপজেলার বিজয়নগর দড়িগাও গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।

​খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শামীম জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর সংলগ্ন হাড়িধোয়া নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।