ফাইল ছবি
নারায়নগঞ্জ মহানগর তাঁতী দলের নবগঠিত কমিটির আহ্বায়ক এস.এম. মকবুল হোসেন দলের আদর্শে বিশ্বাস রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
৮ ডিসেম্বর সোমবার সন্ধায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খাঁন-এর সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এস.এম. মকবুল হোসেন আরো বলেন, "আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। আগামী দিনে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে পারি।"
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলের কাছে মুনাজাতের মাধ্যমে দোয়া কামনা করেন। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনারা সকলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। নেত্রী সুস্থ হয়ে উঠলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে।"
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খাঁন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং মহানগর তাঁতী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

