ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে গুই রাকিবকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১। রাকিবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, খুনসহ ২০ টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক।
গ্রেফতারকৃত আসামি মোঃ রাকিব ওরফে গুই রাকিব (২৪) রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকার মোঃ সামছুল হকের ছেলে। ভোরে মাছিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়িকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান হোসেন কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন। গত কিছুদিন আগে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গুই রাকিব ও তার লোকজন ভিকটিমের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে। পরে তিনি বাধ্য হয়ে তাদের ১ লাখ টাকা দেন। পরবর্তীতে শনিবার ১৮ অক্টোবর দুপুরে দাবি করা আরও ৪ লাখ টাকার জন্য গুই রাকিব তার সন্ত্রাসী লোকজন নিয়ে মোটরসাইকেল যোগে এলাকায় প্রবেশ করে। এ সময় তার কাছ থেকে পুনরায় চাঁদার টাকা দাবি করে। ভিকটিম লোকমান হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

