শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২১, ২১ নভেম্বর ২০২৫

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নে

ফাইল ছবি

নারায়ণগঞ্জে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নে ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজার্ভার টিম। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২ ছিল বলে ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইটগুলোর মাধ্যমে জানা গেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ ওয়েদার অবজার্ভার টিম তাদের আপডেটে জানায়, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প অনুভব হয়। ভূমিকম্পের কেন্দ্র স্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ১০ কিলোমিটার।

এদিকে ভারতের মেঘালয় রাজ্যে প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বেড ভালো সময় নিয়ে ভূমিকম্প ছিল। ভালো কম্পন হয়েছে। নারায়ণগঞ্জের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর এখনো আমাদের কাছে আসেনি।