ফাইল ছবি
পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে প্রায় প্রতি বছরই নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকায় সমাবেশ করতো বিএনপি। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
২০১৪ সালে সর্বশেষ নারায়ণগঞ্জের কাঁচপুরে শ্রমিক সমাবেশ করে বিএনপি। সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হওয়ায় এখানে শ্রমিকদের বসতি বেশি। সেই দিন জনসভায় বিএনপি নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শিল্প কারখানার লাখো শ্রমিক সমাবেশে অংশ নেয়।
২০১৪ সালের জনসভায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসে সেই সমাবেশ থেকে।
এর আগে ২০১৩ সালে এবং এর আগেও বেশ কয়েকবার শ্রমিক দিবসে বিশাল জনসভা করেছিল বিএনপি। প্রতিটি জনসভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতেন।
তার এ শ্রমজীবীদের প্রতি মমতা এখানকার শ্রমজীবীরা আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

