বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে কিটনাশক খেয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০২, ১০ ডিসেম্বর ২০২৫

পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে কিটনাশক খেয়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

​নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে কিটনাশক খেয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাক্ষনদী ইউনিয়নের ব্রাক্ষনদী এলাকায় এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কল্পনা (২৫) নিজের বসতঘরে কিটনাশক সেবন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ​পরিবারের সদস্যরা দ্রুত তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

​ঢাকায় নেয়ার পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে কল্পনা মারা যান।

​আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হবে। গৃহবধূর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।