প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে কিটনাশক খেয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাক্ষনদী ইউনিয়নের ব্রাক্ষনদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কল্পনা (২৫) নিজের বসতঘরে কিটনাশক সেবন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকায় নেয়ার পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে কল্পনা মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হবে। গৃহবধূর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

