ফাইল ছবি
বন্দরে জিআর মামলার ৪ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মজিবুর রহমান (৫৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সাঁজাপ্রাপ্ত আসামী মজিবুর রহমান বন্দর উপজেলার মিনারবাড়ী এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে বন্দর থানার মিনারবাড়ী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বন্দর থানার এএসআই হাবিবসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ৪ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মজিবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

