ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)' আসিফ আল জিনাতের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সকলে মিলে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সোনারগাঁয়ের ঐতিহ্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো জানা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা খাতের সংকট, পরিবেশ দূষণ, জমিভরাট, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় রেখে সোনারগাঁকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

