সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে শীতলক্ষ্যা টোলপ্লাজায় সড়ক দুর্ঘটনায় আহত ১০ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৩, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:১০, ৮ ডিসেম্বর ২০২৫

বন্দরে শীতলক্ষ্যা টোলপ্লাজায় সড়ক দুর্ঘটনায় আহত ১০ 

প্রতীকী ছবি

বন্দরে ব্রেক ফেল হওয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসযাত্রী ও কলা ব্যবসায়ীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।  রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলার ফরাজীকান্দাস্থ ৩য় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা  হলেন কলা ব্যবসায়ী আরিফ (৪৬),পিকাপ চালক আব্দুল জব্বার (৫২), হেলপার ফরিদ( ৪৮) লেবার লাক বাহাদুর (৫০), বাসযাত্রী সাগর(২৪), সমীর(২৮), রজ্জব(৪৫), রাজিব(২৩), শওকত(৩১) আহতদের মধ্যে কলা ব্যবসায়ী আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।
পুলিশ ও   প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,রোববার দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুর হতে ছেড়ে আসা ডি টি এল লিমিটেডের (ঢাকা মেট্রো: ১১-৫০৫৭ নম্বরের) একটি যাত্রীবাহী বাস বেলা ১১টার সময় নারায়ণগঞ্জ বন্দরেে ফরাজীকান্দাস্থ ৩য় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজার কাউন্টারের সামনে এসে আকস্মিকভাবে ব্রেক ফেল হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাসটি সামনে থাকা (ঢাকা মেট্রো অ ১১-৫৬৩৯ নম্বরের)  পিকাপকে আচমকা সজোরে ধাক্কা দিলে পিকাপের পিছনের বাম্পার ভেঙ্গে প্রায় ১০ ফুট সামনে ছিটকে গেলে ওই স্থানে থাকা কলাবোঝাই ইজিবাইকটিও উল্টে যায়। এতে ৭/৮জন বাসযাত্রীসহ কলা ব্যবসায়ী আরিফ এবং পিকাপ চালক আব্দুল জব্বার,হেলপার ফরিদ ও লেবার লাল বাহাদুর গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে কলা ব্যবসায়ী আরিফকে ধরাধরি করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ন্ত্রণ হারানো বাসটিকে আটক করে। তবে এতে কোন বড় ধরণের ঘটনার খবর পাওয়া যায়নি। পরে পুলিশে আন্তরিকতা ও হস্তক্ষেপে ডি টি এল পরিবহন কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার  দায়িত্ব নিলে বিষয়টি সমঝোতা হয়।