ফাইল ছবি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় শহরের লোকনাথ মন্দিরে সকলের কাছে প্রার্থনা অনুষ্ঠানে তার আশু রোগ মুক্তির জন্য প্রার্থনার অনুরোধ করলেন সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
সোমবার (৮ ডিসেম্বর) বিকালে গলাচিপা কুড়িপাড়া লোকনাথ মন্দিরে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় প্রার্থনা করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ জাতীর জন্য আশীর্বাদ স্বরূপ। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য একমাত্র মানুষ তিনি। তার জন্য সারাদেশের সকল স্থানে দোয়া ও প্রার্থনা হচ্ছে। এটা তার সততার পুরস্কার।
এসময় মন্দিরের পুরোহিতসহ প্রায় শতাধিক সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। সাথে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

