প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২ ছিল বলে ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইটগুলোর মাধ্যমে জানা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের মেঘালয় রাজ্যে প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বেড ভালো সময় নিয়ে ভূমিকম্প ছিল। ভালো কম্পন হয়েছে। নারায়ণগঞ্জের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর এখনো আমাদের কাছে আসেনি।

