ফাইল ছবি
আড়াইহাজারে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের এই ঘটনা ঘটে।
জানা গেছে, নারায়ণগঞ্জ ২ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছে। এই মনোনয়ন বাতিলের দাবীতে অপর ৩ মনোনয়ন প্রত্যাশী বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের অনুসারীরা মঙ্গলবার সন্ধ্যায় কাফনের কাপড় পড়ে একটি মিছিল বের করে।
মিছিলটি অস্থায়ী থানার সামনে আসলে আগে থেকে জড়ো হওয়া নজরুল ইসলাম আজাদ অনুসারীদের সামনে পড়ে যায়। এতে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, মিছিলটি কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দিলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

