নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমাদের জন্য মাদক একটি বড় সমস্যা। এখানে আমার ভাইয়েরা বলেছেন ছিনতাই থেকে মুক্ত করুন। ছিনতাই কমাতে হলে মাদক কমাতে হবে। ছোট বাচ্চারা যে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে যাচ্ছে এটা মাদকের জন্য। এছাড়াও ফতুল্লা ও রূপগঞ্জের বেশ কিছু এলাকায় বৃষ্টি হলেই মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই চ্যানেলগুলো খুলে দিলে আমাদের জন্য সুবিধা হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জের দেশের ব্যাবসায়ে অনেক অবদান রয়েছে। এর আগেও ডিসিরা নারায়ণগঞ্জকে সুন্দর ভাবে চালিয়েছে। আপনার কাছ থেকেও আমরা সেটা পাবো আশা করি। আজ আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তবে আরেকদিন যদি আমাদের সময় দেন আমরা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে আপনার কাছে আসবো সমাধানের জন্য।
নারায়ণগঞ্জ অচল হলে বাংলাদেশ অচল। জিডিপিতে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যারা আছে সকলেই ব্যাবসায়ীদের প্রতিনিধিত্ব করে। সংগঠন অনুযায়ী আমরা বসলে এটা আমাদের জন্য সুবিধা হবে।
ট্রাফিকের সমস্যা শুধু শহরে নয়। মদনপুর, রূপসীসহ বিভিন্ন পয়েন্টে যানজট রয়েছে। এগুলো ঠিক হয়ে গেলে আমাদের জন্য সুবিধা হবে। পাশাপাশি ফ্যাক্টরির ওয়েস্টেজ পানি কীভাবে করে আমরা ফেলতে পারি এটি একটি বিষয়। এই পানি দূষণের জন্য আমাদের সমস্যা পোহাতে হয়।

