বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কোন চাঁদাবাজ, সন্ত্রাস থাকবে না : এসপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৬, ৯ ডিসেম্বর ২০২৫

কোন চাঁদাবাজ, সন্ত্রাস থাকবে না : এসপি

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। এখানে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসের জায়গা নেই। আপনারা জানেন কয়েকদিন আগে ফতুল্লায় একটি খুন হয়েছে। আমরা ২৪ ঘন্টায় আসামিকে গ্রেপ্তার করেছি। এছাড়াও আমরা অস্ত্র উদ্ধারে কাজ করছি। আমাদের পক্ষ থেকে কোন অবহেলা পাবেন না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, এসপির কাছে আলাদা কোন ম্যাজিক থাকে না। এসপি তখনই ভাল যখন এসপির হ্যান্ডস গুলো ভাল থাকে। এসপির হ্যান্ডস হল আমার অফিসার যারা আছেন, আপনারা যারা এই এলাকার বাসিন্দা তারা।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সমস্যা আপনারা আমার চেয়ে ভাল জানেন। এখানে মূল সমস্যা ট্রাফিক। এছাড়া চাঁদাবাজি কিছু আছে এবং কিছু ছিনতাইয়ের সমস্যা রয়েছে। 

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আপনারা সর্বোচ্চ সহযোগীতা পাবেন। আমরা চেষ্টা করবো ট্রাফিক সমস্যার সমাধান করতে। আপনারা জানেন এটা পুলিশের একার কাজ নয়৷ এখানে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, রোডস এন্ড হাইওয়ে আছে। সকলকে নিয়ে আমরা কাজটা করবো। বড় কাজটা করবে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

সামনে নির্বাচন। আমরা এ নির্বাচনকে সফল করার জন্য কাজ করছি। আপনারা সকলে আমাদের সহযোগীতা করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।