বুধবার, ০৮ মে ২০২৪

|

বৈশাখ ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কমিটি বাণিজ্যের অভিযোগ, রনির বাড়িতে ছাত্রদলের একাংশের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ০৮:০২, ৮ ফেব্রুয়ারি ২০২২

কমিটি বাণিজ্যের অভিযোগ, রনির বাড়িতে ছাত্রদলের একাংশের হামলা

মশিউর রহমান রনি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা ছাত্রদলের কমিটি অর্থের বিনিময়ে দেয়ার অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা। কমিটি বাণিজ্যের অভিযোগ এনে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির গ্রামের বাড়ি রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে হামলা চালিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায়। তবে এসময় রনি বা তার পরিবারের কেউ সেখানে ছিলেন না।

এর আগে ৬ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটি নিয়ে দিনভর উত্তেজনা বিরাজ করে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে।

জানা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা এ নিয়ে একাধিকবার কথা বলতে চেষ্টা করেছেন রনির সাথে। তবে তাদেরকে সে সুযোগ দেয়া হয়নি। এর আগে রনির মাধ্যমে রূপগঞ্জ থানা ছাত্রদলের কমিটি ঘোষণা হলে সেটি কেন্দ্র স্থগিত করে। এবার কেন্দ্র নয় সরাসরি রনি কমিটি ঘোষণা করেন। 

কমিটি ঘোষণার পর স্থগিত কমিটির আহবায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব মাসুদূর রহমানসহ সকলে কেন তাদের কাউকে কমিটিতে রাখা হয়নি জানতে বার বার জেলার নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। এতে নেতাকর্মীরা ক্ষুব্দ হন। 

কমিটি নিয়ে ক্ষোভ থেকেই ছাত্রদলের একাধিক গ্রুপ রাতে রনির গ্রামের বাড়িতে হামলা করে। এসময় বাড়িঘরে বেশ ক্ষয়ক্ষতি হয়। পরে নেতাকর্মীরা 'রনির দুই গালে, জুতা মারো তালে তালে, ছাত্রদলের ঘাটিতে রনি দালালের ঠাই নাই' এরকম নানা স্লোগান দেন। পরে তারা চলে যান।

বিষয়টিতে জড়িত কিনা বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে স্থগিত কমিটির নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি জানান, আমিও শুনেছি হইচই হয়েছে। একটি মাদ্রাসার জন্য স্থানীয়রা চাঁদা চেয়েছিল সেটি নিয়ে হয়ে থাকতে পারে।

(হামলার ঘটনার ভিডিও প্রতিবেদকের নিকট সংরক্ষিত আছে।)