 
						ফাইল ছবি
দ্যা গ্রেট বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক নেমে এসেছে বিশ্বজুড়ে। বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে রানীর মৃত্যুতে শোক পালিত হচ্ছে।
বাংলাদেশেও একাধিকবার ভ্রমন করেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ১৯৬১ সালে নারায়ণগঞ্জেও ঘুরতে এসেছিলেন তিনি।
১৯৬১ সালের ১৩ ফেব্রুয়ারি প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ ভ্রমণে আসেন রানী এলিজাবেথ। নারায়ণগঞ্জের ফতুল্লায় মেরি এন্ডারসনে আসেন তিনি। পরবর্তীতে সেখান থেকে বুড়িগঙ্গা নদী হয়ে আদমজী জুটমিল পরিদর্শন করেন তিনি।


 
										 
										 
										 
										 
										 
										 
										