শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মদবোঝাই ট্রাক উল্টে যেতেই ‘হরিলুট’!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৬, ১৩ মে ২০২২

মদবোঝাই ট্রাক উল্টে যেতেই ‘হরিলুট’!

সংগৃহীত

ভারতে একটি মদবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেই রাস্তায় ছড়িয়ে পড়ে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য মদের বোতল। সেটি দেখে হামলে পড়েছিলেন উপস্থিত লোকজন। যে যেভাবে পারছিলেন মদের বোতল লুট করছিলেন।

বুধবার (১১ মে) তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের ভিরাগানুর এলাকার মহাসড়কে এ ট্রাকটি উল্টে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মানালুরে একটি গুদাম থেকে মদ নিয়ে সেগুলো নির্ধারিত জায়গায় সরবরাহ করতে যাচ্ছিল ট্রাকটি। ভিরাগানুর এলাকায় মহাসড়কে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা মদের বাক্সগুলো রাস্তায় ছিটকে পড়ে। এটি দেখে পথচারীরা দাঁড়িয়ে পড়েন, ছুটে আসেন স্থানীয়রাও। কিন্তু উদ্ধার করা তো দূরে থাক, বোতল কে কতগুলো সংগ্রহ করতে পারেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে প্রায় ১০ লাখ রুপির মদ ছিল বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।