শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সদর উপজেলায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:২৯, ১৪ মার্চ ২০২২

সদর উপজেলায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু

ক্রিকেট প্রশিক্ষণ

ক্রীড়া পরিদপ্তর প্রণীত জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসাবে অনূর্ধ্ব-১৫ স্কুল বালকদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সদর উপ‌জেলার পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নাছিম আহমেদ, উপ-সচিব, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়।

প্রধান অতিথি প্রতিযোগীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার উপদেশমূলক দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিদ্যালয়ের স্থায়ী ও আজীবন দাতা সদস্য মোঃ ফারুক হোসেন চানু, মোঃ এমরাজ হোসেন প্রধান, মোঃ মোবারক হোসেন (কাতারী), মোঃ ওমর ফারুকসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন।

মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণে বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ প্রদানে রয়েছেন মোঃ রাসেল, স্থানীয় ক্রিকেট কোচ ও সাবেক ক্রিকেট খেলোয়াড়, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। তাকে সার্বিক সহযোগিতায় রয়েছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ রুহুল আমীন দেওয়ান।