রোববার, ২৮ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে একটি কেন্দ্রে ভুল সেটে দিলেন ৫৭০ জন শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৪, ৬ মার্চ ২০২৪

আপডেট: ১৫:৪১, ৬ মার্চ ২০২৪

সিদ্ধিরগঞ্জে একটি কেন্দ্রে ভুল সেটে দিলেন ৫৭০ জন শিক্ষার্থী

প্রতীকী ছবি

এসএসসিতে বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিতের প্রশ্নে সারাদেশে ৩ নম্বর সেট এ পরীক্ষা হলেও সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীর ১ নম্বর সেট এ পরীক্ষা দিয়েছেন। 

এ কেন্দ্র সিদ্ধিরগঞ্জের ৫ টি স্কুলের) ৫৭০ জন পরীক্ষার্থী ৩ নম্বর সেট এর স্থানে ১ নম্বর সেট এর প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। 

কেন্দ্র সচিব সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুর ইসলাম জানান স্বীকার করে বলেন, এ ঘটনার জানাজানি হলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোর্ডের সাথো আমরা যোগাযোগ করেছি শিক্ষার্থীদেও কোন সমস্যা হবে না।

তিনি বলেন, যখন পরীক্ষার উত্তর পত্র বস্তাবন্দি করে নিয়ে যায় তখন ফরোয়ার্ডিং দিতে গিয়ে বিষয়টি ধরা পরে।

এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানার জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সাথে মুঠো ফোনে (০১৩০-৭৭১৬৫০৫) কল করা হয়ে তিনি রিসিভ করেননি।