শুক্রবার, ০৩ মে ২০২৪

|

বৈশাখ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কনকনে শীতে কাঁপছে নারায়ণগঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৫, ১৩ জানুয়ারি ২০২৪

কনকনে শীতে কাঁপছে নারায়ণগঞ্জ

প্রতীকী ছবি।

তীব্র শীতে জবুথবু নারায়ণগঞ্জের বিভিন্ন গ্রামের জনপথ। কনকনে ঠাণ্ডা আর ঘন কুয়াশাতে সবকিছু জড়সড় হয়ে গেছে।

শনিবার (১৩ জানুয়ারি) সূর্যটা যেন হারিয়ে গেছে। এতে মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে।

হঠ্যাৎ করে শুক্রবার (১২ জানুয়ারি) রাতের তীব্র শীত মানুষের জন্য চরম অসস্তি-ভোগান্তি নিয়ে আসে। কেননা, এর আগে এ বছর এত মাত্রার শীত পড়েনি এ অঞ্চলে। এই শীতে অনেকটাই বিপর্যস্ত জনজীবন, বেশি ভুগছে বয়স্ক ও শিশুরা।

প্রচণ্ড ঠাণ্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দিন-মজুর ও খেটে খাওয়া মানুষ নাকাল হয়ে পড়েছেন। কুয়াশার চাদর ভেদ করে দেরিতে সূর্য উদিত হলেও কমছে না শীতের প্রকোপ।

শীতবস্ত্রের অভাবে শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।

এদিকে উষ্ণতার জন্য গরম কাপড়ের কদর বেড়েছে। ভিড় দেখা গেছে শীতবস্ত্রের দোকানগুলোয়। বিভিন্ন বয়সের মানুষের শীতজনিত নানা রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে হাসপাতালগুলোয় অসুস্থ রোগীর ভিড় বাড়ছে।

তবে এই তীব্র শীতে রূপ বেড়েছে গ্রাম বাংলার। শীত সরিষা ক্ষেত গ্রামবাংলাকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। রস বাড়ছে খেজুর গাছে।