সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে মার্কেটে ক্রেতাদের ভীড়, ক্রেতা আকর্ষণে মার্কেটে আলোকসজ্জা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ২১ মার্চ ২০২৪

না.গঞ্জে মার্কেটে ক্রেতাদের ভীড়, ক্রেতা আকর্ষণে মার্কেটে আলোকসজ্জা

সমবায় মার্কেট, চাষাঢ়া

নারায়ণগঞ্জে শহরের মার্কেট গুলোতে ঈদ উল ফিতর উপলক্ষে কেনাকাটায় ব্যাস্ত সময় পার করছেন ক্রেতারা। ক্রেতাদের আকর্ষণ করতে শহরের মার্কেটগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দিনব্যাপী শহরের মার্কেটগুলোতে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

শহরের চাষাঢ়া এলাকার সমবায় মার্কেট, সমবায় ভবন, আলমাস পয়েন্ট, কালীর বাজার এালাকর ফ্রেন্ডস মার্কেটসহ বড় বড় বিভিন্ন কাপড়ের শোরুমে ঈদ উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। নতুন করে সাজানো হয়েছে শোরুম ও দোকানগুলো।

ঈদের বেচাকেনার জন্য রমজান শুরু হওয়ার আগেই প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে বলে জানান ব্যাবসায়ীরা। এখনও বেচাকেনা পুরোদমে শুরু না হলেও ১৫ রমজানের পর বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে জানান তারা। দিনের বেলা রোজা থাকায় দিনে তেমন একটা ক্রেতা না পাওয়া গেলেও রাত হতেই ভীড় বাড়ছে ক্রেতাদের।

এসময় মার্কেটে ঘুরে ভাল ক্রেতাসমাগম দেখা গেছে। অনেকেই ঈদের জন্য আগেভাগে কেনাকাটা করছেন।

শহরের আলমাস পয়েন্ট মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা আহমেদ শান্ত জানান, রমজানের শেষের দিকে মার্কেটগুলোতে অনেক ভীড় থাকে। কেনাকাটা করতে অসুবিধা হয়। তাই আগেভাগেই ঈদের কেনাকাটা করছি।