
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবহন মালামাল চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে ওঠছে। এ চক্রের সদস্যরা এ পর্যন্ত প্রায় কয়েক কোটি টাকার পরিবহন মালামাল আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। গত শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার আদর্শনগর এলাকা থেকে চোরাই সিন্ডিকেটের এক সদস্য রেদোয়ান ইসলাম পাপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাপন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার টানবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। এর আগে গত ১১ মে এই চোরাই সিন্ডিকেটের সদস্যরা রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া থেকে ১০ লাখ টাকা মূল্যের সয়াবিনের ভূষি আত্মসাৎ করে।
উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজিপাড়া এলাকার নিউ জে. কে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের মালিক ভুক্তভোগী বাকি বিল্লাহ অভিযোগ করেন, তিনি তার প্রতিষ্ঠান থেকে ভাড়াকৃত পরিবহন যোগে মালামাল দেশের বিভিন্ন স্থানে পাঠান। গত ১১ মে রাতে ভাড়াকৃত পরিবহন দিয়ে ১০ লাখ টাকা মূল্যের সয়াবিনের ভূষি বগুড়ার উদ্দেশে পাঠানো হয়। পরে ১২ মে তিনি জানতে পারেন ট্রাকের চালক আমিনুল, হৃদয়, হাসান ও রেদোয়ান ইসলাম পাপন মিলে ওই সয়াবিনের ভূষি বগুড়া না পৌঁছে আত্মসাৎ করেছে। এ ঘটনায় বাকি বিল্লাহ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। চোর সিন্ডিকেট এভাবে তার কয়েক কোটি টাকার মালামাল আত্মাসৎ করেছে বলে জানান বাকি বিল্লাহ। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। পরিবহন মালামাল চোরাই সিন্ডিকেটের সদস্য রেদোয়ান ইসলাম পাপনকে গ্রেপ্তার করা হয়েছে। মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’