মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ইয়াবাসহ পিতা/পুত্র গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১১, ২০ মে ২০২৪

বন্দরে ইয়াবাসহ পিতা/পুত্র গ্রেপ্তার 

ফাইল ছবি

বন্দরে ৪০পিছ ইয়াবা ট্যাবলেটসহ জাহের ব্যাপারী(৫৫) ও সেলিম(৩০) নামে দুই মাদক কারবারি পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রবিবার ১৯মে সকাল ৯টায় নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধৃত মাদক কারবারি জাহের ব্যাপারী নবীগঞ্জ এলাকার মৃত দুলাল বেপারীর ছেলে ও সেলিম একই এলাকার ধৃত জাহের ব্যাপারীর ছেলে।

এ ব্যাপারে থানার উপ- পরিদর্শক আহাদুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

জানাগেছে রোববার ১৯ মে সকাল ৯টায় বন্দর থানার এসআই আহাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নবীগঞ্জ কপিলের মোড়স্থ কদম রসুল কমিউনিটি সেন্টারের সামনে মাদকাভিযান পরিচালনা কালে পিতা-পুত্র মাদক কারবারি জাহের ও সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ধৃতদের কাছে ৪০পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। রবিবার দুপুরেই মাদক মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।